তমলুকের রেগুলেট মার্কেট তথা শহীদ মাতঙ্গিনী স্বদেশী বাজারে সরকারি বইয়ের গোডাউনে একসঙ্গে ছাগল রাখা হচ্ছে। বেশ কিছু ছাগল ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বইয়ের সঙ্গে ছাগলগুলি দিব্যি আছে। স্থানীয় সূত্রে জানা গেছে এই বইয়ের গোডাউনের য…
তমলুকের রেগুলেট মার্কেট তথা শহীদ মাতঙ্গিনী স্বদেশী বাজারে সরকারি বইয়ের গোডাউনে একসঙ্গে ছাগল রাখা হচ্ছে। বেশ কিছু ছাগল ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বইয়ের সঙ্গে ছাগলগুলি দিব্যি আছে। স্থানীয় সূত্রে জানা গেছে এই বইয়ের গোডাউনের যিনি দায়িত্বে আছেন তিনি এই ছাগলগুলি এই গোডাউনে রেখে বাজারে বিক্রির জন্য পাঠান। সেই ছাগল বইও খাচ্ছে আবার তার বইয়ের বান্ডিলের মধ্যে মলমূত্র ত্যাগ করছে। এখানে পাঠ্যপুস্তকগুলি বিভিন্ন স্কুলে যাওয়ার আগে তাতে মলমূত্র পড়ছে ফলে একটা অস্বাস্থ্যকর বস্তু ছাত্র-ছাত্রীদের হাতে যাচ্ছে বলে অভিযোগ
করছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব।
এই ধরনের কাজ সঠিক নয় স্বীকার করে নিয়ে তৃণমূল নেতা জানালেন ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত করতে বলব।
শিক্ষা দপ্তরের বর্তমান কেলেঙ্কারির পাশাপাশি এই ধরনের অবস্থা আরো একবার প্রমাণ করলো শিক্ষা দপ্তরের কি অবস্থা।