Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বর্ণদ্বীপ চ্যারিটবল ট্রাস্ট ও দিগন্তের দিশারী'র যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম:.স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাষ্ট ও দিগন্তের দিশারী এই দূই স্বেচ্ছাসেবী ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর -১ নং ব্লকের সারিয়া ও বেতনাল গ্রামে শিবির করে  মোট ১৫০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র …


 নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম:.স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাষ্ট ও দিগন্তের দিশারী এই দূই স্বেচ্ছাসেবী ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর -১ নং ব্লকের সারিয়া ও বেতনাল গ্রামে শিবির করে  মোট ১৫০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।বিগত বছর গুলির মতো এবারেও বিপর্যস্ত অসহায় শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরন 

 শুরু করেছে এই দুই সংস্থা।


এই শীতে আরো কিছু মানুষকে শীতবস্ত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে এই দুই সংস্থার।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উভয় সংগঠনের সদস্য-সদস্যারা।ছিলেন পুলিশ আধিকারিক রাজীব নায়েক, গঙ্গাধর বেরা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীকান্ত বধুক 

 শম্পা দাস, অঞ্জন জানা,  কৌশিক দাস প্রমুখ।