Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতামিলন সুখগৌ ত ম ত র ফ দা র২২.১১.২০২২
ছেঁড়া ছেঁড়া ঘুম, দুঃস্বপ্নের আস্ফালন আমি বেচারা কোথায় যাই! কখনও চোখ জ্বলে, কখনও ভরে জলেআমাকে বোঝার কেউ নাই।
কোনোদিন ভাবিনি, নিদ্রাহীন যামিনী  দুশ্চিন্তার কোনো শেষ নাই।জীব…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

মিলন সুখ

গৌ ত ম ত র ফ দা র

২২.১১.২০২২


ছেঁড়া ছেঁড়া ঘুম, দুঃস্বপ্নের আস্ফালন 

আমি বেচারা কোথায় যাই! 

কখনও চোখ জ্বলে, কখনও ভরে জলে

আমাকে বোঝার কেউ নাই।


কোনোদিন ভাবিনি, নিদ্রাহীন যামিনী  

দুশ্চিন্তার কোনো শেষ নাই।

জীবন কণ্টকময়, বিপরীতমুখী সময়

সামান্য শান্তি কোথায় পাই! 


হাসব - খেলব, খুশির পাখনা মেলব

প্রত্যাশার জলে দিয়েছি ডুব।

ভাবনা মেলেনি, সৌভাগ্যও খেলেনি।

অকারণ যন্ত্রণা পেয়েছি খুব।


যারা খুব কাছে, মুখ ঘুরিয়ে আছে

আমার বলার কিছুই নাই।

অভিমানের ধার, নিদারুণ প্রহার

আমিই বারবার ধোঁকা খাই।


প্রিয়জনের ভুল, ধরিও না একচুল 

আঁচড় লাগবে সম্পর্কের গায়ে।

অবুঝ বাদানুবাদ, ছড়াবে অবসাদ

শাস্তি জুটবে বিচ্ছেদের দায়ে।


মিলেমিশে চলা, পরিহার্য ছলাকলা 

অশান্তির মেঘ কেটে যাবে। 

ধৈর্যের কলে, সবুরে মেওয়া ফলে

মিলন সুখ পাবেই পাবে।


____// বুদ্ধুরাম