সৃষ্টি সাহিত্য যাপন
এ কোন শিক্ষা !কলমে :- সুমিত সিকদারতারিখ :- 23-11-2022
এ কোন শিক্ষার আলোয় নিজেকেরাঙিয়ে নিয়েছি !যে শিক্ষা বিকশিত করার বদলেগড়ে তোলে আপাদমস্তক একটা অমানুষ ।যে শিক্ষা সহনশীলতার পরিচয় বহন করে না ।বর্ণ বিদ্বেষ, হ…
সৃষ্টি সাহিত্য যাপন
এ কোন শিক্ষা !
কলমে :- সুমিত সিকদার
তারিখ :- 23-11-2022
এ কোন শিক্ষার আলোয় নিজেকে
রাঙিয়ে নিয়েছি !
যে শিক্ষা বিকশিত করার বদলে
গড়ে তোলে আপাদমস্তক একটা অমানুষ ।
যে শিক্ষা সহনশীলতার পরিচয় বহন করে না ।
বর্ণ বিদ্বেষ, হানাহানি, লুটপাট, জাতিভেদে
উসকানি দেয় অহর্নিশ ।
নারী পুরুষের তফাৎ খোঁজে ।
অর্থের মানদণ্ডে শিক্ষা দানের অধিকার মেলে !
রাতের অন্ধকারে পাচার হয়ে যায়
কিডনি সহ মনুষ্যত্ব !
অন্যায়টাকেই ন্যায়ের বিচারেই সীলমোহর
লাগিয়ে দেওয়া হয় অনায়াসেই ।
এ কোন শিক্ষা !
যে শিক্ষা মানুষকে মানুষ বলে মনে করে না ।
অবহেলিত, লাঞ্ছিত পিতা মাতার ঠাঁই হয়
বৃদ্ধাশ্রমের কারাগারে ।
অবৈধ সম্পর্কের জোয়ারে ভেসে যায়
মধুচন্দ্রিমায় নিশিযাপনের দিনগুলির কথা।
শাসনের নামে শোষণ চলে অবাধে
শিক্ষক আজ হাত পেতে চায় ভিক্ষা ।
সমাপ্ত