Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম ---- নীলাম্বরী মেঘকলমে ----- বন্দনা রায়তারিখ ---- 30/10/2022
অন্ধ আবেগে চেয়ে থাকি পথ পানেদিবস রজনী কালআশাগুলো জোগায় বাঁচার নেশা মায়া ভরা অনন্তকাল ।। 
কিছু ঝরে যাওয়া হলুদ পাতাবিবর্ণ বিষাদে কান্না মাখ…


 সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম ---- নীলাম্বরী মেঘ

কলমে ----- বন্দনা রায়

তারিখ ---- 30/10/2022


অন্ধ আবেগে চেয়ে থাকি পথ পানে

দিবস রজনী কাল

আশাগুলো জোগায় বাঁচার নেশা 

মায়া ভরা অনন্তকাল ।। 


কিছু ঝরে যাওয়া হলুদ পাতা

বিবর্ণ বিষাদে কান্না মাখা

ছুঁয়ে থাকে তারা ধরণীর বুক

বিষন্নতার জলছবি আঁকা  ।। 


কত বেদনার বরফ স্তূপ

আঁধারে দেখে না কেউ

দ্বায়িত্ব, কর্তব্যে অবশ প্রাণ

পাড় ভাঙে বন্যার ঢেউ । 


আশা নিরাশার একবুক স্মৃতি

বয়ে যায় শেষ গোধূলি বেলায়

ভাসিয়ে দিলাম অস্তমিত রাগে

যদি পারো, মুছে দিও হেলায় ।