#সৃষ্টি_সাহিত্য_যাপন ********************* পোড়ো বাড়ি********************* ধ্রুবজ্যোতি ঘোষ ৩১.১০.২০২২**********************পোড়ো বাড়িটা নিজেকে বিপজ্জনক ঘোষণা করেও আছে বেঁচে... শহরের এক কলঙ্ক
উলঙ্গিনী খোলা রাস্তায় দ…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
*********************
পোড়ো বাড়ি
*********************
ধ্রুবজ্যোতি ঘোষ
৩১.১০.২০২২
**********************
পোড়ো বাড়িটা নিজেকে বিপজ্জনক ঘোষণা করেও আছে বেঁচে...
শহরের এক কলঙ্ক
উলঙ্গিনী খোলা রাস্তায় দাঁড়ালে
যেমন করে রাস্তা ঢাকে চোখ অদৃশ্য রুমালে
তেমনই ব্যস্ত পথিকরা পোড়ো বাড়িটিকে
রোজই চোখ থেকে
কুটোর মতো খুঁটে দেয় বার করে
অসহ্য দুর্গন্ধে উৎফুল্ল নর্দমার
ভালোবাসায় ঘেরা
কবেকার উটকো পোড়ো বাড়িটা
তবুও আমাকে এত টানে
কেন কে জানে!
সে এক দাঁড়িয়ে থাকা নীরব হাহাকার
একটা সাম্রাজ্যের পতনের অধরা ইতিহাস
সে দেখে যায় অপলকে
আকাশের শালীনতা ফুঁড়ে ফুঁড়ে
সভ্যতার নিলাজ উত্থান
আমিও দাঁড়িয়ে আছি ঐ পোড়ো বাড়িটার মতো বেফালতু
দিন গুণছি প্রতিদিন
ভালোবাসার নর্দমার জল সেঁধিয়ে যাচ্ছে
হাড়ে মজ্জায়
চোরাপথে কখন এসে
অশ্বত্থ গেঁথে দিয়েছে পতাকা
মহাকাল ক্রমশঃ শুষে নিচ্ছে বাকি নিঃশ্বাস
এখন তাজমহলও শোকের নির্মম নির্মাণ হয়ে শ্বেতহস্তীর মতো
জ্যোৎস্না রাতে চরে
দরিদ্র যমুনার তীরে
যেদিন সে হবে খণ্ডহর
সেদিন সে হবে সত্যিকারের রূপসী
আজ সে নেহাৎই অহংকারী বর্বর মর্মর
তার সেই অমরত্বের দিনেই দেখবো তাকে
পোড়ো বাড়িগুলো আমাকে কেন যে এত ডাকে......
******************