Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম- সুখের পায়রা
কলমে-অন্নপূর্ণা দাস।  তারিখ-৩১-১০-২০২২ চারিদিকে লকডাউনের বার্তায় তখন সময় থেমে গেছে, কে বলে আমি নেই, আমি আছি তো! ভাবনায়, কল্পনায়, স্বপ্নের পৃথি…

 সৃষ্টি সাহিত্য যাপন

 শিরোনাম- সুখের পায়রা

                                                                               


কলমে-অন্নপূর্ণা দাস। 

 তারিখ-৩১-১০-২০২২

 চারিদিকে লকডাউনের বার্তায় তখন সময় থেমে গেছে, কে বলে আমি নেই, আমি আছি তো! ভাবনায়, কল্পনায়, স্বপ্নের পৃথিবী গড়ার কাজে.... তাহলে কি সবাই মিথ্যা! না, না, মিথ্যা হবে কেন? আসলে যেমন দৃষ্টিভঙ্গি, তেমন দর্শন ঠিক বুঝলাম না,বুঝিয়ে বলছি কিছু না'সাম্রাজ্যরবাদ', মানে এটাই আধুনিক আধিপত্য এখন তো দেখা যায় না, কে বলেছে তোমায়? ইতিহাস দেখো, বুঝলে ইতিহাস.... মানে, আরে বাবা, পরিবর্তন হয়ে বারেবারে নানা রঙের রঙ নিয়ে ফিরে আসে সাম্রাজ্যবাদ, কিভাবে? এই যেমন অর্থনীতি, বানিজ্য, দেশ, মানুষ সবেতেই... বুঝলেনা, জানি বুঝবেনা , যেমন দেখো, দামোদর শেঠ,দাঙ্গা,কুসংস্কার, ক্ষমতার লড়াই ইত্যাদি| তাইতো নন্দীনি ঠিকানা হারিয়ে অন্য.... তাহলে সময় কি পাল্টাবে না? হ্যাঁ, পাল্টাতে পারে যদি সুখের পায়রা পাও, কোথায় পাবো এই পায়রা? 'হীরক রাজার দেশে' মানে! দড়ি ধরে মারো টান, রাজা হবে...... কি যে বলো, কিছুই বুঝিনা, আরে, বাবা দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি আরে দড়ি ধরে টান দাও, কোথায় পাবো দড়ি, সমাজের দড়ি, মানে- সে তো বড়ই কঠিন! রামমোহন,বিদ্যাসাগর,বিবেকানন্দ, নেতাজী.... সেতো ইতিহাসে কথা, তাহলে এখন সুখের পায়রা! আনন্দময় সুখী জীবনচর্চা, মানে! মনুষ্যত্বের বোধ তৈরি করা...