Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
নির্লিপ্ত চোখে 
লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডলতারিখ - 31/10/2022
আমি ও হতে পারিবসন্তের পলাশযদি তুমি ভালোবেসে ধরো হাত।
আমিও দিতে পারি শিউলির সুবাসযদি তুমি ভালোলাগার রাত দাওউপহার ।
আমিও শপথ নিতে পারিকাটাবো সারা জীবনতোমার…

 


সৃষ্টি সাহিত্য যাপন


নির্লিপ্ত চোখে 


লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডল

তারিখ - 31/10/2022


আমি ও হতে পারি

বসন্তের পলাশ

যদি তুমি ভালোবেসে ধরো হাত।


আমিও দিতে পারি 

শিউলির সুবাস

যদি তুমি ভালোলাগার রাত দাও

উপহার ।


আমিও শপথ নিতে পারি

কাটাবো সারা জীবন

তোমার সাথে-

যদি তুমি দাও আমার আঁচলে

একটু বিশ্বাস ।


আমিও তোমার সাথে  চলতে রাজি

চড়াই উৎরাই পথে-

যদি তুমি স্বপ্ন এঁকে দাও

এ,

নির্লিপ্ত চোখে ।


আমিও লিখবো  কবিতা 

তোমাকে নিয়ে-

যদি তুমি গভীর আদরে রাখ

তোমার বুকের কাছে ।


জানি আমি  সব স্বপ্ন হয় না পূরণ-

তবুও সীমাহীন স্বপ্ন দেখে মানুষজন ।

তাই,

ভাঙ্গনের বুকে দাঁড়িয়ে দেখে স্বপন।

 একদিন তৈরি হবে আশার ঘর  -

জ্বলবে  প্রদীপ আঁধার রাতে

ভালোবাসার ঘরে ।


এটাই জীবনের ধর্ম -

বুকের মাঝে স্বপ্ন গড়ে

আবার সে স্বপ্ন ভাঙ্গে

কঠিন পরিস্থিতির চাপে।

তবুও মানুষ এগিয়ে চলে 

জীবন যুদ্ধে 

আপন আপন জনপদে ।