Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনঅসহায় দ্রৌপদী আজও ডোনা সরকার সমাদ্দার
সময় সত‍্যযুগপাশাখেলায় হারার পরদ্রৌপদীকে ভরা সভায় লাঞ্ছিত করেছিলতাঁর জ্ঞাতিকূল।নীরব ছিলেন ধৃতরাষ্ট্র, অন‍্যান‍্য বয়োঃবৃদ্ধ সকল।সত‍্যযুগে সতীর আব্রু রক্ষা করেছিলেন কৃষ্ণ।পঞ্চস…

 


সৃষ্টি সাহিত্য যাপন

অসহায় দ্রৌপদী আজও 

ডোনা সরকার সমাদ্দার


সময় সত‍্যযুগ

পাশাখেলায় হারার পর

দ্রৌপদীকে ভরা সভায় লাঞ্ছিত করেছিল

তাঁর জ্ঞাতিকূল।

নীরব ছিলেন ধৃতরাষ্ট্র, অন‍্যান‍্য বয়োঃবৃদ্ধ সকল।

সত‍্যযুগে সতীর আব্রু রক্ষা করেছিলেন কৃষ্ণ।

পঞ্চস্বামী ছিলেন নিরুপায়।

প্রহর গোনা শুরু করেন সতী।


বর্তমান সময় 

বাইরের কথা বাদ দিলাম।

আজও ঘরে ঘরে বেআব্রু কুলবধূ।

নীরব থাকেন স্নেহান্ধ পিতা, বয়োঃবৃদ্ধ স্বজনেরা।

সময়ের জাঁতাকলে স্বামীও নীরব।


যদি কখনও আধুনিক দ্রৌপদী

বিচারের আশা করে,

শুরু হয় তাঁর নতুন করে লাঞ্ছনা।

হাত প্রথম কোথায় স্পর্শ করেছিল?

স্তন, কোমর, ঊরু, জঙ্ঘা না যোনি?

লজ্জায় মুখ ঢাকতে চায় দ্রৌপদী।

নির্লজ্জ সমাজ চেটেপুটে উপভোগ করে।


সত্যি- মিথ্যা হয়ে যায় চাতুরতায়।

আজও কত অসহায় দ্রৌপদী।

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে......


সময় -31/10/2022, সকাল 9 টা

দত্তপুকুর, গঙ্গাপুর