Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বলনা তুই আমার হবি?কলমে-মনোজ ভট্টাচার্য্য।।তারিখ:-২১/১১/২০২২**************************গোমড়ামুখো স্থবির সমাজেপাল তুলে দিয়ে হাসির জোয়ারে,ভেসে চলা তুই একটি পরী,বলনা তুই আমার হবি?দুহাত বাড়িয়ে করবো আপনস্থান দেবো তোকে বূকেরমাঝেস্বপ…

 


বলনা তুই আমার হবি?

কলমে-মনোজ ভট্টাচার্য্য।।

তারিখ:-২১/১১/২০২২

**************************

গোমড়ামুখো স্থবির সমাজে

পাল তুলে দিয়ে হাসির জোয়ারে,

ভেসে চলা তুই একটি পরী,

বলনা তুই আমার হবি?

  

দুহাত বাড়িয়ে করবো আপন

স্থান দেবো তোকে বূকেরমাঝে

স্বপ্ন আমার সত্যি হবে,

সার্থক হবে জীবনওযে।।

  

লজ্জা রাঙ্গা ঠোট দুটি তোর,

লাল গোলাপের পাপড়ি যেন,

টোল খাওয়া গালে হাসতে দেখলে,

দিশেহারা হয়ে পড়ি রে কেনো?


আলতা পায়ে নূপুর পড়ে,

চলায় ছন্দ তুলে,

ফুল তুলে তুই ঢুকিস যখন

তোদের ঠাকুর ঘরে,


লাল পাড়ের ওই মটকা শাড়িতে,

মানায় কি যে তোকে,

মানবী নয় দেবীর আসনে,

বসাতে ইচ্ছে করে।।


রাশভারী ওই গোমরা স্বভাব,

তোকে মানায় নাযে,

পাল তুলে দিয়ে খুশির জোয়ারে,

ভাসলে মানায় তোকে।।


বলনা তুই আমার হবি?

তোর মতো করে আমায়পাবি,

ভাসবো মোরা মেঘের ভেলায়

হৃদয়াকাশের মাঝে বসি।।

*************************