সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম : বিবাহ কলমে : রঞ্জিত কুমার রায় তারিখ:২১/১১/২২
বিবাহ ভালো কি মন্দ সঠিক কোন ব্যাখ্যা নেই কেউ বলে ভালো কেউ বলে মন্দ অনেকটা দিল্লির লাড্ডুর মতো।
কেউ বলে আনন্দ শান্তি জীবনের প্রাপ্তি সন্তান-সন্ততি আরো অনেক …
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম : বিবাহ
কলমে : রঞ্জিত কুমার রায়
তারিখ:২১/১১/২২
বিবাহ ভালো কি মন্দ সঠিক কোন ব্যাখ্যা নেই কেউ বলে ভালো কেউ বলে মন্দ অনেকটা দিল্লির লাড্ডুর মতো।
কেউ বলে আনন্দ শান্তি জীবনের প্রাপ্তি সন্তান-সন্ততি আরো অনেক কিছু আর কেউ বলে, অশান্তির শেষ নেই।
শুধুই দুঃখ আর বেদনা তবুও বিবাহ আসরে বসতে হয় থাকে বড়দের চাপ, অনেক সময় নিজের ইচ্ছায় ও হয়।
আছে দুঃখ আছে আনন্দ আছে বেদনা আছে বিরহ সবমিলিয়ে এই বিবাহ, তাইতো বলি দিল্লীর লাড্ডু যে খেয়েছে সেও পস্তায় আর যে না খেয়েছে সেও পস্তায়।
আমরা সবাই জানি বিবাহ একটা সামাজিক নিয়ম-নীতি এটা মেনে চলতে হয় তার মধ্যে ব্যতিক্রম কিছু নয়।
আবার অনেকে থাকে না আজীবন কুমার সাধুদের মত করেনা বিবাহ তার জন্য কি জীবনের নেই কোন চাওয়া পাওয়া।
বিবাহের বাইরেও থাকে অনেক পরকীয়া ঘরে আছে বউ তারপরও চলে পরকীয়া হয়তো অনেকেরই ব্যতিক্রম।
স্বত্ব সংরক্ষিত।