সৃষ্টি সাহিত্য যাপনশুনলে রামের নাম 🖊️কলমেঃ- উত্তম দত্ত তাংঃ- ২১/১১/২০২২============≠==ভাবছি আমি লিখবো আজিভূতের একটা গল্প,ভয় পাবে কি পাঠকেরাপাঠের পরে অল্প?
চাইছি আমি লিখতে এখন মামদো ভূতের কথা, যাদের বাসা পোড়োবাড়িতারাই ভূতের মাথা।
…
সৃষ্টি সাহিত্য যাপন
শুনলে রামের নাম
🖊️কলমেঃ- উত্তম দত্ত
তাংঃ- ২১/১১/২০২২
============≠==
ভাবছি আমি লিখবো আজি
ভূতের একটা গল্প,
ভয় পাবে কি পাঠকেরা
পাঠের পরে অল্প?
চাইছি আমি লিখতে এখন
মামদো ভূতের কথা,
যাদের বাসা পোড়োবাড়ি
তারাই ভূতের মাথা।
আছে সুনাম ভূত সমাজে
গেছো ভূতের নামে,
বলে কেনো এমন কথা
থাকে যে কোন ধামে।
ভাবছি আমি তাদের কথা
বেলগাছেতে রয়,
তাদের নামে কাঁপে মানুষ
পাচ্ছে আমার ভয়।
চাইছি আমি জানতে এখন
মেছো ভূতের নাম,
কেমন করে পালায় তারা
শুনলে রামের নাম।