(সৃষ্টি সাহিত্য যাপন)#পৃথিবী
@দীপকমুখোপাধ্যায়২৪১১২০২২
পৃথিবী, তোমার কি আরও সুন্দর হওয়া উচিত ছিল না ?আরও সহিষ্ণু, আরও ক্ষমাশীল, আরও মৃণ্ময় ;নিরুপমা, তুমি কি এখন রাজরোগে আক্রান্ত হ'য়েছো নাকি বলাৎকারের শিকার ?
তুমি তো স্বর্গদ…
(সৃষ্টি সাহিত্য যাপন)
#পৃথিবী
@দীপকমুখোপাধ্যায়
২৪১১২০২২
পৃথিবী, তোমার কি আরও সুন্দর হওয়া উচিত ছিল না ?
আরও সহিষ্ণু, আরও ক্ষমাশীল, আরও মৃণ্ময় ;
নিরুপমা, তুমি কি এখন রাজরোগে আক্রান্ত হ'য়েছো
নাকি বলাৎকারের শিকার ?
তুমি তো স্বর্গদ্বার বন্ধ ক'রে
খোলা রেখেছো অসংখ্য নরকের দ্বার
তোমার সিংহদ্বারে অজস্র মানুষ প্রতিদিন বমন করে
ক্রমশঃ উৎকীর্ণ অসংখ্য কীটযোনি ----
তুমি আরও একটু ক্ষমাশীল হও
আরও একটু ধৈর্যশীল
তোমার সৃষ্টিতে মানুষের প্রয়োজন এখনও ফুরায়নি
ভেবে দেখো কথাটা ।
********