শিরোনাম - "রসাতলে" কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ২৪/১১/২০২২
যারা চলে যায় তারা ফিরে আসে না কোনো দিন , তাদের অপেক্ষায় অপেক্ষায় সূর্য ডোবে আর ওঠে।তুমিও কি তাদের দলে ? যদি যাও চলে বলে যেও, বেলা শেষে এসে কি করে থাকবো অ…
শিরোনাম - "রসাতলে"
কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি)
তারিখ - ২৪/১১/২০২২
যারা চলে যায় তারা ফিরে আসে না কোনো দিন ,
তাদের অপেক্ষায় অপেক্ষায় সূর্য ডোবে আর ওঠে।
তুমিও কি তাদের দলে ?
যদি যাও চলে বলে যেও,
বেলা শেষে এসে কি করে থাকবো অপেক্ষায়।
যেও না ওদের মতো চলে যারা গেছে একেবারে চলে।
চাঁদের আলোয় পথ চেয়ে দু চোখ মেলে রই রোজ,
সে কি আসবে বলে গিয়েছে ?
এমন দিন আসবে যখন সব বাধাকে উপেক্ষা করে,
যাবো না হয় আমি একেবারে রসাতলে।
🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️