#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_কবিতা #শিরোনাম_জীবন_কাহিনী#কলমে_মৃন্ময়_সমাদ্দার #তারিখ_১২/০৫/২০২২
শালু নামের মেয়েটি ছিলদেখতে শুনতে ভাল। সবাই তাকে বাসতো ভালোব্যবহারটাও ছিল ভাল। বাচ্চা বাচ্চা গড়ণ মেয়েটিরচোখদুটি ছিল কালো। হাসি মুখে থাক…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#বিভাগ_কবিতা
#শিরোনাম_জীবন_কাহিনী
#কলমে_মৃন্ময়_সমাদ্দার
#তারিখ_১২/০৫/২০২২
শালু নামের মেয়েটি ছিল
দেখতে শুনতে ভাল।
সবাই তাকে বাসতো ভালো
ব্যবহারটাও ছিল ভাল।
বাচ্চা বাচ্চা গড়ণ মেয়েটির
চোখদুটি ছিল কালো।
হাসি মুখে থাকত সদাই
মনটাও ছিল ভালো।
দেখতে দেখতে বড় হল
ছোট্ট সেই মেয়েটি।
আজ বাড়িতে নহবত বাজছে
নববধূ আজ মেয়েটি।
সারা বাড়ি উঠেছে মেতে
বাজনা বাজছে জোর।
এমন সময় বরের গাড়ি
থামল এসে দোর।
ধীরে ধীরে মেয়েটির বিয়ে
হলো রাজার সাথে।
পাড়ার সবাই আশীর্বাদ করে
রাজা রানী একসাথে।
সিঁদুর রাঙ্গা মাথায় মেয়েটি
চলল বরের সাথে।
বাবা মাকে পিছনে ফেলে
অজানা এক পথে।
বাবা মায়ের সাধের রাজকন্যা
হয়ে গেল পর।
বরের বাড়িই এখন আপন
আপন হলো পর।।