সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম -ভন্ড গুরু কলমে অরবিন্দ মাজী ৩১/১০/২০২২
অনেক অনেক দেখেছি গুরু আমি ছোট বেলা থেকে, একজন গুরু সেবা নিতেন সেখানে নিজের কাছে রেখে।
সকাল থেকেই সন্ধ্যেবেলা ফুরসৎ কোন ছিল না আমার, খেতেন তিনি একটি বিশাল বড়ো থালায় দি…
শিরোনাম -ভন্ড গুরু
কলমে অরবিন্দ মাজী
৩১/১০/২০২২
অনেক অনেক দেখেছি গুরু আমি
ছোট বেলা থেকে,
একজন গুরু সেবা নিতেন সেখানে
নিজের কাছে রেখে।
সকাল থেকেই সন্ধ্যেবেলা ফুরসৎ
কোন ছিল না আমার,
খেতেন তিনি একটি বিশাল বড়ো
থালায় দিনে তিনবার।
জুটতো আমার ভাগ্যের এঁটো খাদ্য
বেঁচে থাকলে কিছু,
না বেঁচে থাকলে খালি পেটে ঘুরতে
হতো তার পিছু পিছু।
শেষমেশ বুঝতে পারলাম একজন
উনি ছিলেন বড়ো ভন্ড,
মিথ্যা কথা বলার ওস্তাদই ছিলেন
করতেন ভালো কর্ম পন্ড।