Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা: আমি ও নিসর্গ ✍ সঞ্জয় কুমার পাল তারিখ: ২২/১১/২০২২ ইংরেজী। *****************************জ্যোৎস্না রাতের আকাশ আমায়    হাতছানি দিয়ে ডাকে,বাড়ির পাশের সুরমা নদী     বলে এসো বুকে। 
সকালবেলা পাখিরা আমায়    গান শ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা: আমি ও নিসর্গ 

✍ সঞ্জয় কুমার পাল 

তারিখ: ২২/১১/২০২২ ইংরেজী। 

*****************************

জ্যোৎস্না রাতের আকাশ আমায়

    হাতছানি দিয়ে ডাকে,

বাড়ির পাশের সুরমা নদী

     বলে এসো বুকে। 


সকালবেলা পাখিরা আমায়

    গান শুনিয়ে যায়, 

ফুল বাগিচার ফুলগুলো সব

    সুবাসে প্রাণ ভরায়। 


প্রজাপতি উড়ে উড়ে যায় 

  বাতাসে দোলায় পাখা,

পাখাগুলো কি চমৎকার 

 যেন চিত্রকরের আঁকা। 


এক দুটোকে হাতে ধরে

   আবার ছেড়ে দেই,

উড়ে বসে ফুলের উপর 

     ছবি তুলে নেই। 


গাছে গাছে নানা জাতের

    ঝুলে থাকে ফল,

পেরে আনি মনের শখে

 খেয়ে পাই দেহে বল।


অঘ্রানে কৃষক কাস্তেহাতে

     কাটে সোনার ধান,

নবান্নের উৎসব শুরু হয়ে যায় 

   যেন মৃত ধরা পায় প্রাণ।


  নদীর বুকে পাল তুলে

    নৌকা ছুটায় মাঝি,

 ভাটিয়ালি গানের সুরে যেন

     কাঁপে বৃক্ষরাজি।


নিসর্গের মুক্ত আলোবাতাস 

   জুড়ায় আমার প্রাণ,

এতোসব ছেড়ে কেমনে যাবো

      ছাড়বো মাটির টান !

              *********