Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : পথ ভুলিনি তবু কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ৩১ , ১০ , ২০২২
গান গেয়ে সেই ভোরের বীণায় ফিরল না আর পাখি ,চুপ অন্ধকারে অনেক করেছি ডাকাডাকি ;দিন-মাস-বছর গিয়ে ফিরে বছর আসে যায় ,না-বলা সব কথা , চু…


 সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : পথ ভুলিনি তবু 

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ৩১ , ১০ , ২০২২


গান গেয়ে সেই ভোরের বীণায় ফিরল না আর পাখি ,

চুপ অন্ধকারে অনেক করেছি ডাকাডাকি ;

দিন-মাস-বছর গিয়ে ফিরে বছর আসে যায় ,

না-বলা সব কথা , চুপ-কথার সাগরে হারায় ।


এরই মধ্যে সূর্য যে ঠিক কতবার মনে নাই ,

পুবের কোলে বাজিয়ে গেছে তার আলোর সানাই ;

ঠিক কত যে রক্ত তুলে বুকের এতদিনে

কতবার হারিয়েছে পুবের থেকে পশ্চিমে ।


মিছে কত গান জ্যোৎস্নাবীণায় গেয়ে গেছে চাঁদ ,

কত সুর ছিঁড়েখুঁড়ে একশা আঁধারে অগাধ ;

পাখি সেই গেছে , সেই থেকে শুনিনি পাখির গান ,

সন্ধ্যার আবছায়ায় শ্বাস ছাড়ে নীরব অভিমান ।


মনের মাটিতে মড়ক , আকাশও বৃষ্টিবিহীন ,

নিয়েছে ছুটি মেঘ-পিয়ন , দেখিনি কতদিন ;

টেবিলের কোণে জমা হয় , না-লেখা চিঠির স্তূপ ,

দেখি আখরহীন সকল হরফ হবফেই নিশ্চুপ ।


পথ ভুলেছে পাখি , আমি পথ ভুলিনি তবু ,

ভাবহীন ভাবনাতে মিথ্যেই নিদারুণ জবুথবু ;

ভাষা পায় না ভাবনা , হালে পানি পায় না তরী ,

দুই চোখের তারায় জাগে অনন্ত বিভাবরী ।


মেঘ নাই কোত্থাও , কানে তবু বাদলের গান বাজে ,

ভেকের শিঙায় একটানা , আর ঝিঁঝিঁদের এসরাজে ;

চোখ পেতে দেখি চোখের তারায় বাদলের উৎসব ,

রাতের বিভোরতা ভাঙে দিবসের কলরব ।

-------------------------------------------------------------------