সৃষ্টি সাহিত্য যাপন... অমৃত বর্ষণ....
বুকের ভেতরে গল্প আর গল্পলাল,নীল সবুজ রঙ ছড়ানোসব প্রতিকূলতার বিরুদ্ধাচরণ করেকতটা স্বপ্ন আর কল্পনা মগডাল লক্ষ্য করে এগিয়ে যায়শাসন করি,বাস্তবতার কাটায় খোঁচা দি
রক্তাক্ত করে ফেলতে চাইউপড়ে …
সৃষ্টি সাহিত্য যাপন...
অমৃত বর্ষণ....
বুকের ভেতরে গল্প আর গল্প
লাল,নীল সবুজ রঙ ছড়ানো
সব প্রতিকূলতার বিরুদ্ধাচরণ করে
কতটা স্বপ্ন আর কল্পনা
মগডাল লক্ষ্য করে এগিয়ে যায়
শাসন করি,বাস্তবতার কাটায় খোঁচা দি
রক্তাক্ত করে ফেলতে চাই
উপড়ে নিতে চাই সমতলে
তবু কি অদ্ভুত জীবনিশক্তি
কি অবাস্তব আশার উড়ান
সেই বেড়ে চলে
কখনো মেঘ ভাঙে
রাতের আকাশে রামধনু আঁকে
আশা লতার ফুলে সাজায় চুল।
বাস্তবমুখ বিকৃত হয়ে ওঠে
তিক্ত স্বাদে মুখ অসুস্থ হয়
অজচ্ছল অকারণ অস্থিরতায় ক্ষিপ্ত
হতে থাকে,কুঁচকে ওঠে মুখের পেশি
তবু ভ্রুক্ষেপহীন অন্তর সত্বা
একটা অর্থহীন গুণগুণানি
ভরে থাকে অন্তরজুরে
অজচ্ছল শূন্যতা বালি ঝরে
ভরে আছে বাস্তব পৃথিবী
গলার ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণায়
তবু অকারণ বুকের ভেতর
অমৃত বর্ষণ।।
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ কৌশিকী (৩১/১০/২২)