Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম —“রাত্রি''কলমে - সূর্যকন্যা তপতী ( তপতী দাস )তারিখ-২১/১১/২০২২10:42 PM""""""""”””””””””””””””””””””””””””””””””রাত্রি, দিনের শেষে ঘুমের দেশেক…


 সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা

শিরোনাম —“রাত্রি''

কলমে - সূর্যকন্যা তপতী ( তপতী দাস )

তারিখ-২১/১১/২০২২

10:42 PM

""""""""”””””””””””””””””””””””””””””””””

রাত্রি, দিনের শেষে ঘুমের দেশে

কেনো লুকাও নিজেকে

নিকষ কালো আঁধারের ওড়নাতে মুখ ঢেকে ?

কেনো আস ধরার বুকে 

ধীরে ধীরে চুপিসারে ?

তোমার অন্ধকারে গড়ে ওঠে অপরাধ জগৎ

হিংস্র নেকড়ে হয়ে ওঠে অপরাধী মন

চুরি, ডাকাতি, খুন,রাহাজানী,ধর্ষণ

রাতের আঁধার অতি সু সময়

তাই কি তুমি নিজেকে লুকিয়ে রাখো ?

লজ্জা পেয়ে কাল ওড়নাতে মুখ ঢাকো ?

কিন্তু রাত্রি,তুমি কি জানো ?

তোমার অন্ধকারে সঙ্গম সুখ

জন্ম দেয় নূতন জীবন , নূতন মুখ

জীবন মানেই তো আলো

যে আলোকে আলোকিত ভূলোক

আকাশের চাঁদেব মুখের হাসি

সে তো তোমারই জন্য

দীপাবলীর ঘন কৃষ্ণ কালো আঁধার রাতে

লক্ষ প্রদীপ ওঠে জ্বলে

সেই আলোতে রাত্রি ওঠে হেসে

হয়তোবা ফিস্ ফিস্ কোরে বলে

তারাদের কানে কানে

আঁধার পেরিয়েই তো সূর্য আলো জ্বালে

তবে বন্ধু ,ভয পাও কেন

রাতের আঁধার হোলে—?

“”””””””””””””””””””””””””””””””””””””””””

সূর্যকন্যা তপতী