Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

29-11--2022
#সৃষ্টি_সাহিত্য_যাপন ।
কবিতা --সাগর ।লেখিকা-শিপ্রা মুখার্জি ।
 সূর্য কিরনে করিয়ে ধৌত গর্জন হল আপনি স্তিমিত ।সাগরে র ঢেউ ঝলমল করে ,দেখিয়া প্রভাত রবি ।মনে হয় যেন রূপোর চাদরে বিছানো হীরার কুঁচি ।
পাহাড়ের গায়ে সবুজের মেলা দেখ…


29-11--2022


#সৃষ্টি_সাহিত্য_যাপন ।


কবিতা --সাগর ।

লেখিকা-শিপ্রা মুখার্জি ।


 সূর্য কিরনে করিয়ে ধৌত গর্জন হল আপনি স্তিমিত ।

সাগরে র ঢেউ ঝলমল করে ,দেখিয়া প্রভাত রবি ।

মনে হয় যেন রূপোর চাদরে বিছানো হীরার কুঁচি ।


পাহাড়ের গায়ে সবুজের মেলা দেখরে, সে সবুজ ঢালি করে হোলি খেলা সাগরে । যত দেখি তত মনে হয় ডাকে, আয় ছুটে আয়, তোরা মোর কাঁখে ।


জীবন ধন্যহবেই যদি সিনান করিস সাগরে ।মনে ভয় পাই পাছে ডুবে যাই ।হীরক চাদরে লোভে কাজ নাই মরিব কি তবে?সাঁতার তো জানা নাই।


বালুতীরে বসি দেখি আনমনে কত তরী যায় 

ভরে নিয়ে ধনে। অগণিত ডিঙা একবার উঠি 

পলকেতে দেখা নাই ।


মনে গনি বারে, বাঁচাও তাহারে । রূজীর তাগিদে আসে যে সে।ভ্রমনের সাধে সে যে আসেনাই ,

প্রাণে ফিরিবে কি!তাহা জানা নাই ।


সিনানের সাধে নামিয়াছে যারা ,বেসামাল হয়ে পড়িতেছে তারা ।সলাজ বেলাজ কিছু নাই সেথা 

এযেন শ্মশান, দ্বিজ চন্ডালে নাই বাধা ।


একবার সাধ পাইয়াছে যে,

সাগরে ছাড়িতে পারে নাই সে ।

অরূপ রতন আনন্দ ময় এই উপমাই সয় ।

-------সমাপ্ত------