Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতার নাম - আমিতো এক স্বাধীন মানুষকবির নাম - আশীষ খীসাতারিখ - ০১।১১।২০২২
আমিতো এক স্বাধীন মানুষউড়ি আমি বিহঙ্গের মতো স্বাধীনভাবেআমার মনের ডানা মেলে,চেয়ে দেখি কতো যে নান্দনিক অপরূপসৌন্দর্য্য চোখ মেলে তাকিয়ে এক পল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতার নাম - আমিতো এক স্বাধীন মানুষ

কবির নাম - আশীষ খীসা

তারিখ - ০১।১১।২০২২


আমিতো এক স্বাধীন মানুষ

উড়ি আমি বিহঙ্গের মতো স্বাধীনভাবে

আমার মনের ডানা মেলে,

চেয়ে দেখি কতো যে নান্দনিক অপরূপ

সৌন্দর্য্য চোখ মেলে তাকিয়ে এক পলকে

আনন্দে যায় উদাসী মন খেলে।


বসে বসে ভাবি আমি কতো যে কথা

বিশেষ করে সৃষ্টিকর্তার সুশোভিত

সৃজিত নান্দনিক প্রকৃতির কথা,

জীবনের বেলা অবেলায় করেছি কতো

আনন্দ,স্ফূর্তি করেছি কতো পরিশ্রম

মনে পড়ে স্মৃতির দর্পণে সেটা।


দুরন্তপনা মনে খুশির জোয়ারে তরঙ্গায়িত

হয় কতো যে উত্তাল প্রবল ঢেউ

বক্ষের অসীম চিন্তার সাগরে,

ভাবি আমি খুব নিমগ্নে নিরালায় একাকী

বসে জীবনের স্মৃতিবিজড়িত কথা

জানিনা পাবো কিনা এমন পরপারে।


ভবের এই খেলায় খেলছি কতো যে খেলা

করছি কতো যে অভিনয় এই ভবের নাট্যশালায়

কেউ সাজছি রাজা কেউ সাজছি প্রজা,

আমাদের অভিনয় দেখে যাচ্ছে হাজারো দর্শক

শুনছে অভিনয়ের নানান বচন গীতিনাট্যর কন্ঠ

করছে আলোচনা ও সমালোচনা শ্রোতা।


তবুও থেমে নেই পদযাত্রা ভালো কিংবা মন্দ

চলছে মানুষ তালে তাল মেলে তিলকে তাল করে

দিচ্ছে কতো সাব্বাস করছে কতো তিরস্কার,

জীবনের এই কর্মের অনিত্য খেলা ঘরে

সাজানো মঞ্চে করছে দাপটে কেউ অভিনয়

বিনিময়ে পাচ্ছে কেউ তিরস্কার কেউ পুরস্কার।