Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

" সৃষ্টি সাহিত্য যাপন "শিরোনাম  :              নদী কথা   কলমে      :           পামেলা রায়                              ৩০/১০/২২
নদী কি জানে তার গন্তব্য কোথায় ?সুধায় কি কারো কাছে পথের দিশা ?পাহাড় হতে ঝরনাধারা তীব্র ন…


 " সৃষ্টি সাহিত্য যাপন "

শিরোনাম  :              নদী কথা  

 কলমে      :           পামেলা রায়

                              ৩০/১০/২২


নদী কি জানে তার গন্তব্য কোথায় ?

সুধায় কি কারো কাছে পথের দিশা ?

পাহাড় হতে ঝরনাধারা তীব্র নিনাদে উচ্ছ্বসিত....

উৎসর্গীকৃত উচ্ছ্বল জলরাশি পাদদেশ হয়ে,

সমতলে অবতরণ কালে গন্তব্যের কিছু আভাস পায়।

বয়ে চলা পথের নেই কোন সীমারেখা....

না আছে দেশ-বিদেশের সীমানার গন্ডী আঁকা।

আপন ধারায় বয়ে চলাই ধর্ম....

মানে না গ্রাম, শহর, রাজ্য, দেশ,বিদেশ- এর জটিল, কঠোর বেড়াজাল।

আপন বেগে, আপন ছন্দে চলেছে মাতাল হয়ে....

অপরিচিত পথ, নির্বিকার উচ্ছ্বাসে অজানার উদ্দেশ্যে,

ইপ্সিত লক্ষ্যে পৌঁছাবার অসীম ব্যাকুলতা।

প্রকাণ্ড পাষাণ বিছানো পথে , বেদনা ভরা বুকে একলা চলা,

পথের শত বাধা বিপন্ন করে , কল - কল রবে, নিজ মনে আপন বেগে ছুটে চলা।

প্রতিটি বাঁক স্মৃতিসমৃদ্ধ , ভালোবাসায় পূর্ণ।

অতীত, বর্তমান, ভবিষ্যৎ একত্রে বয়ে নিয়ে চলা....

কি অপূর্ব তোমার জীবন গাঁথা,

রম্য তোমার রূপের প্রভা।

স্রোতস্বিনী কখনো প্লাবনরুপী......

কখনো শান্ত, প্রবাহ অবোধগম্য।

বিশাল তোমার অববাহিকা, অকৃপণ তোমার মায়া,

ছুটে চলা মিলনের অব্যক্ত নেশায়.....

মোহনায় অভিসারে হবে সাক্ষাৎ।

পথের সুখ - দুঃখ , ব্যথা - বেদনা উজাড় হবে পারাবারের বক্ষে......

অভিমান যত মিলিয়ে যাবে ফেনিল ঢেউ এর সাথে,

অপার আনন্দে খেলা করবে গভীর আলিঙ্গনে।