Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়: কবিতাশিরোনাম: মুক্তিকলমে: তনুময় শীল২৭.১০.২০২২
***** মুক্তি *****
দক্ষিণের বারান্দাটায় ঠান্ডা হাওয়া খেলে যায়তিরতির করে,দিগন্তের ওই পাড় থেকে,মুক্তির বার্তা নিয়ে।আনন্দে নেচে ওঠে দেহ মন---অথচ, শিরদাঁড়…

 


সৃষ্টি সাহিত্য যাপন


বিষয়: কবিতা

শিরোনাম: মুক্তি

কলমে: তনুময় শীল

২৭.১০.২০২২


***** মুক্তি *****


দক্ষিণের বারান্দাটায় ঠান্ডা হাওয়া খেলে যায়

তিরতির করে,

দিগন্তের ওই পাড় থেকে,

মুক্তির বার্তা নিয়ে।

আনন্দে নেচে ওঠে দেহ মন---

অথচ, শিরদাঁড়া বেয়ে ধেয়ে আসে যে শৈত্যপ্রবাহ,

বারে বারে তা প্রমাণ করে যায়---

আমি মুক্ত নই,

আমি বন্দি।


দিন যায়, 

রাত আসে,

আহ্নিক গতির তালে তালে।

ঘড়ির কাঁটার দ্রুততায় আর যান্ত্রিকতার রোজনামচায়,

শেষ নিঃশ্বাস ফেলে আমার ন্যুব্জ যত কল্পনা।

প্রাণরস শুষে নেয় স্বার্থপর বারুদের অন্ধকার।


এ যে মৃত্যুরই নামান্তর।


মরে গিয়েও বেঁচে থাকার অভিনয়ে আমি বড়োই অপটু।


এর চেয়ে---

পেতে পারি না কি এক টুকরো আকাশ?

মেলতে পারি না কি আমার ইচ্ছে-ডানা?

হাজারো যোজন দূরে মিশে যাব স্বপ্নের রূপকথায়,

যেখানে ভালোবাসা অফুরান,

প্রেম সহজাত,

আর সময়ের প্রতিযোগিতা কেবলই অভিধান বহির্ভূত।


যেখানে কেবলই মুক্তি-- মুক্তি--

আর শুধুই মুক্তি।


কিন্তু ব'দলে যায় ছবি ---


দক্ষিণের বারান্দাটায় এখনও খেলে যায় ঠান্ডা হাওয়ার স্রোত,

আমার জন্য রেখে যায় কয়েক টুকরো করুণা।

আর বারে বারে বলে যায় আমার দীর্ঘশ্বাস---

আমি মুক্ত নই,

আমি বন্দি,

আজীবন বন্দি।


মুক্তির স্বাদ আর আমার পাওয়া হয় না।