Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   যখন ফিরবে পাখির ঝাঁক কলমে   :  শক্তিপদ ঘোষতারিখ    :   ২৪ , ১১ , ২০২২
সম্মুখে অনিবার্য পূর্ণচ্ছেদ , মাঝখানেঅনেক কমার বাধা ভেঙেলক্ষ্যহীন অলক্ষ্যের পথে আমরা ।সূর্যের অস্তরাগ ডানায় মেখেঝিলের জলে ছায়া …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   যখন ফিরবে পাখির ঝাঁক 

কলমে   :  শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৪ , ১১ , ২০২২


সম্মুখে অনিবার্য পূর্ণচ্ছেদ , মাঝখানে

অনেক কমার বাধা ভেঙে

লক্ষ্যহীন অলক্ষ্যের পথে আমরা ।

সূর্যের অস্তরাগ ডানায় মেখে

ঝিলের জলে ছায়া ফেলে

যখন ফিরবে পাখির ঝাঁক ,

দিগন্তের আকাশছোঁয়া নীল ছায়া

ক্রমশই যখন দীর্ঘতর হবে  ,

চোখের তারায় আঁধার নামবে ,

একমাত্র তখনই মনে হবে

কমাগুলো শৃঙ্খল হয়ে বাজলেও

যেতে না দেবার আকুতিতে

পায়ে পায়ে বড্ড জড়াত ;

তারা এমন করে কখনো

বুকের গভীরে মুষল হানেনি ।

--------------------------------------------