Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি  সাহিত্য  যাপন... অনাবসান......আবার একবার শীতের আগমনী  বাজছেআবার শুরু  হয়েছে পাতাঝরাআবার শুষ্কতায় ভরে উঠবে প্রকৃতি 
আবার গুমরে উঠবে আকাশসারা রাতের ঝাপসা কান্নাসকাল গুলোকে কুয়াশার আস্তরণেকরে তুলবে ঘষা কাঁচের  মত
আবার অনেক অন…


 সৃষ্টি  সাহিত্য  যাপন... 

অনাবসান......

আবার একবার শীতের 

আগমনী  বাজছে

আবার শুরু  হয়েছে পাতাঝরা

আবার শুষ্কতায় ভরে উঠবে প্রকৃতি 


আবার গুমরে উঠবে আকাশ

সারা রাতের ঝাপসা কান্না

সকাল গুলোকে কুয়াশার আস্তরণে

করে তুলবে ঘষা কাঁচের  মত


আবার অনেক অনেক দিন

কেটে যাবে বসন্তের  অপেক্ষায় 

শীত ঘুমের চাদরের তলায় বসে

কৃষ্ণচূড়ার রক্তিম উষ্ণতার অপেক্ষা। 


যদিও নিশ্চিত  অপেক্ষার অবসান হবে

চারদিক ভরবে লাল হলুদ রঙের আভায়

সত্যি? 

সত্যি  সত্যি  সবসময়  আসে বসন্ত?

নাকি---

অপেক্ষায়  অপেক্ষায়  সমাপ্তির সুর

বেজে ওঠে  অজান্তেই।।

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ কৌশিকী (২৩/১১/২২)