শিরোনাম--ছট পুজোকলমে- সুমিত রায়তারিখ-৩০/১০/২০২২
বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে,সূর্যের আলোর অনেক রোগ ধ্বংস করার ক্ষমতা রয়েছে।কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ দিনে ছট উৎযাপিত হয়,সূর্য এবং সূর্য পত্নীর পুজোর নিয়ম মেনে চারদ…
শিরোনাম--ছট পুজো
কলমে- সুমিত রায়
তারিখ-৩০/১০/২০২২
বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে,
সূর্যের আলোর অনেক রোগ ধ্বংস করার ক্ষমতা রয়েছে।
কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ দিনে ছট উৎযাপিত হয়,
সূর্য এবং সূর্য পত্নীর পুজোর নিয়ম মেনে চারদিন উপবাস করে রয়।
ছট উৎসব সূর্য পুজো যেটি চারদিন ধরে চলে,
কঠিন পালনে ছত্রিশ ঘন্টা উপবাস করে সকলে।
সূর্য দেবতার সাথে ছটি মাইয়াকে পূজা করা হয়,
কম্বল বিছিয়ে মাটিতে ঘুমানো, খাট বিছানায় শোয়া নয়।
উপোবাসকারী সহ পুরো পরিবারকে সাত্ত্বিক খাবার খেতে হবে,
বিশ্বাস অনুযায়ী পরিবারের সুখ সমৃদ্ধি আসবে তবে।
স্নান করে পূজার পালনে প্রথম দিনের সূচনা,
ছট পুজোর দ্বিতীয় দিনে পালিত হয় উৎসব খরনা।
তৃতীয় দিন নির্জলা উপবাসে সন্ধ্যা অর্ঘ দিতে হবে।
চতুর্থ দিন সকলে ঊষা অর্ঘ দিয়ে জল খেতে পাবে।
সূর্য দেবকে অর্ঘ নিবেদনে ব্রোঞ্জ অথবা তামার পাত্র লাগে,
দিঘি অথবা নদীর পাড়ে তৃতীয় রাত্রি কাটায় জেগে।
পুজোর চারটি দিন ভুল করে যাবে না ফল খাওয়া,
পুজোর দ্রব্যাদি হাত দেওয়ার আগে উচিত পরিস্কার করে হাত ধোওয়া।
এতোকিছু কঠিন নিয়ম মেনে সূর্য এবং সূর্য পত্নীর পূজা করা হয়,
সারাবছর বাড়ির সকলে যেন সুস্থ সবল রয়।