Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

'চূর্ণ কবিতাগুচ্ছ '"কৌশিক গাঙ্গুলির কবিতা " (১)  হাজারজনের মধ্যে বসে একা আমি অক্ষর খুঁজে চলি চরিত্রের সন্ধানে , যেন নাটক , এই মুক্তমন্চ্ঞে ঈশ্বর ,আমি আর শয়তান অভিনয় করছি । (২) অন্ধকারে হারিয়েছি পথ এ আমার পান্হ…

 


'চূর্ণ কবিতাগুচ্ছ '

"কৌশিক গাঙ্গুলির কবিতা " (১) 

 হাজারজনের মধ্যে বসে একা আমি অক্ষর খুঁজে চলি চরিত্রের সন্ধানে , যেন নাটক , এই মুক্তমন্চ্ঞে ঈশ্বর ,আমি আর শয়তান অভিনয় করছি । (২) 

অন্ধকারে হারিয়েছি পথ 

এ আমার পান্হনিবাসের দরজা নয় , চলেছি নরকের পথ ধরে অনন্ত গন্তব্যে ..... 

(৩) 

তাপ উত্তাপ বেড়ে যায় সমাজের , দিশেহারা জীবন বাঁচার উপায় খোঁজে , সবকিছু যেন ভয়ের আড়ালে থাকে - (৪) 

আমি শুয়ে থাকি , শুয়ে থাকে সময় , বৃশ্চিক রাশির মতন কামড়ায় বিপদসংকেত , দুঃস্বপ্নরা বৃষ্টি হয়ে ঝরে পড়ে ।