সৃষ্টি সাহিত্য যাপন কবিতা -- *তুমি যাওনি ছেড়ে*কলমে --- ডাঃ সুভাষ চন্দ্র সরকার। তারিখ -- ৩০/১০/২২
*তুমি যাওনি ছেড়ে*------------------------------তোমায় খুঁজে পাই প্রকৃতির মাঝে ঝর্ণার কলকল ছলাৎ ছলাৎ শব্দে।,তোমার চপলতা ভরা খিলখিল হাস…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা -- *তুমি যাওনি ছেড়ে*
কলমে --- ডাঃ সুভাষ চন্দ্র সরকার।
তারিখ -- ৩০/১০/২২
*তুমি যাওনি ছেড়ে*
------------------------------
তোমায় খুঁজে পাই প্রকৃতির মাঝে
ঝর্ণার কলকল ছলাৎ ছলাৎ শব্দে।,
তোমার চপলতা ভরা খিলখিল হাসি।
তোমায় খুঁজে পাই পূর্ণিমা রাতে,
পূর্ণিমার চাঁদে;তোমার চন্দ্রা বদন।
তুমি যাওনি ছেড়ে।
তোমায় খুঁজে পাই শ্রাবণ ধারায়
জল নুপুরের শব্দে, তোমার নৃত্য শৈলী।
তোমায় খুঁজে পাই বকুলের গন্ধে ;
তুমি গাঁথতে মালা,কবরীতে জড়াবে
মালা।
তোমায় খুঁজে পাই; গোলাপ বাগিচায়;
খোঁপায় দিতাম লাল গোলাপ,
তুমি যাওনি ছেড়ে।
তোমায় খুঁজে পাই সন্ধ্যা বেলায়;
তুলসী তলায় শঙ্খ ধ্বনির মাঝে,
তোমার স্মৃতি গুলো এখনো জ্বলজ্বল করে
ধ্রুব তাঁরার মতো,
তোমায় খুঁজে পাই আকাশ ভরা
তাঁরার মাঝে,
তুমি যাওনি ছেড়ে, তুমি আছো কাছে।।