সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনামঃ স্মৃতির অবগুণ্ঠনে কলমে কবিতা চক্রবর্ত্তী
আশ্বিনের পুজোর রেশ শেষ হলেহেমন্তের পদধ্বনি শোনা যেত ।।
হালকা কুয়াশার আস্তরণে ঢেকেসন্ধ্যা প্রদীপ আর শঙ্খধ্বনির শব্দেসন্ধ্যা নামতো আমাদেরমফস্বলে…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ - কবিতা
শিরোনামঃ স্মৃতির অবগুণ্ঠনে
কলমে কবিতা চক্রবর্ত্তী
আশ্বিনের পুজোর রেশ শেষ হলে
হেমন্তের পদধ্বনি শোনা যেত ।।
হালকা কুয়াশার আস্তরণে ঢেকে
সন্ধ্যা প্রদীপ আর শঙ্খধ্বনির শব্দে
সন্ধ্যা নামতো আমাদের
মফস্বলের পাড়ায় ।।
কয়লার উনুন এর ধোয়ার গন্ধ
শিউলি ফুল গন্ধরাজ আর
বাতাবি ফুলের সুবাস
মিলে মিশে একাকার হয়ে
বাতাসে মিশে যেত ।।
ভোরের শিশির ভেজা ঘাসের
ওপর হেঁটে যাওয়া
ফুলের সাজি ভর্তি হয়ে যেত
শিউলি ফুলে ।।
শীতের পোশাক বের করা
হতো ট্রাংক থেকে
হালকা ন্যাপথালিনের প্রিয়
গন্ধ মাখা তাতে ।।
মায়ের হাতের বানানো
সোয়েটার মাফলার,
শুরু হয়ে যেত আসন্ন
শীতের প্রস্তুতি ।।
বার্ষিক পরীক্ষার চাপ
ঠান্ডা লাগার ভয় সবই ছিল
কিন্তু বিকেলের খেলতে যাওয়া
বারণ ছিল না ।।
সন্ধ্যে হলে বাড়ি ফিরে
পড়তে বসতেই হতো
মা বাবাই ছিলেন প্রধান শিক্ষাদাতা ।।
পড়তে হতো জোরে জোরে
যাতে মা শুনতে পায়
না হলেই পিঠে বেলুনেরবাড়ি,
তাতে খুব ভয় ।।
ভালো হতো খুব, কারেন্ট চলে গেলে
শুরু হতো হারিকেন নিয়ে
আমাদের কারসাজি ।।
চলে গেছে সেসব দিন.....
এসি বন্ধ,বুঝতে হবে এবার শীতের শুরু
ফুলের গন্ধ কোথায় সেভাবে,
কংক্রিটের জঙ্গলে ।।
ছোটবেলার সেই অমূল্য দিনগুলো
স্মৃতিতেই থাক অমলিন হয়ে---- ।