Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম:আপন জন??কলমে: রঞ্জিত কুমার রায়তারিখ:৩১.১০২০১২
আপন জন কে হতে পারে বলতে পারেন ঠিক করে।
আপন জনের সংজ্ঞা কেউ জানেন না শুধুই জানেন মা।
মাকে ও হয়ে যেতে হয় পর একটা সময় চিনতে পারেন না কেহ।
বাবা তো কোন ছার বার …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম:আপন জন??

কলমে: রঞ্জিত কুমার রায়

তারিখ:৩১.১০২০১২


আপন জন কে হতে পারে বলতে পারেন ঠিক করে।


আপন জনের সংজ্ঞা কেউ জানেন না শুধুই জানেন মা।


মাকে ও হয়ে যেতে হয় পর একটা সময় চিনতে পারেন না কেহ।


বাবা তো কোন ছার বার বার শুনতে হয় কত গঞ্জনা।


মা বাবা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আদরের সব হয়ে যায় পর।


সবাই থাকবে আপনার সাথে যতক্ষন আপনার আছে।


দেখবে যখন প্রয়োজন শেষ আর নেই আপন জন তখন হয়ে যাবেন পর।


এটা এই দুনিয়ার নিয়ম ঘূরছে চক্রের মতো ঘুরে ফিরে আসে সবার কাছে।


আপন জন কেউ নেই দেখেছি এই দুনিয়ায় সবাই আমরা একটু ভালবাসা চাই।


সেই নিয়ে ও শুনতে হয় কতই গঞ্জনা যদি না থাকে মনের মিল।


ছাড়াছাড়ি হয়ে যায় আপনজন শুধু শুধুই বোঝাবুঝির ভুলে।


বেঁচে থাকলে গুনতে হয় সারাজীবন তারই মাশুল কে আপন আর কে পর।


একটা বয়সের পর বোঝা যায় সব হয়ে যায় জলের মতোই পরিস্কার কে আপন আর কে পর।


স্বত্ব সংরক্ষিত