Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বড়দিনের আগেই জমে উঠেছে পর্যটন কেন্দ্র দীঘা। তৎপর প্রশাসন

গত দুবছর করোনা প্রকোপ কাটিয়ে এবছর বড়দিনের উৎসবে মেতে উঠেছে পর্যটন কেন্দ্র দীঘা। আগামীকাল ক্রিসমাস ডে, সেই উপলক্ষে উৎসব মুখর বাঙালি সমুদ্র সুন্দরী দিঘায় ভিড় জমিয়েছে আট থেকে আশি। শনিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে বিচ ম্যারাথনে…গত দুবছর করোনা প্রকোপ কাটিয়ে এবছর বড়দিনের উৎসবে মেতে উঠেছে পর্যটন কেন্দ্র দীঘা। আগামীকাল ক্রিসমাস ডে, সেই উপলক্ষে উৎসব মুখর বাঙালি সমুদ্র সুন্দরী দিঘায় ভিড় জমিয়েছে আট থেকে আশি। শনিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে বিচ ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। প্রায় ২২০০ প্রতিযোগী এই দৌড়ে অংশগ্রহণ করেছিল। বেশ কিছু পর্যটকও কিন্তু এই দৌড়ে অংশগ্রহণ করে। জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছে বড়দিন উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত দু'বছর ঘূর্ণিঝড়ে দীঘা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত সুন্দর করে গড়ে তোলা হয়েছে দীঘা পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে দীঘার সমস্ত হোটেল পরিপূর্ণ। বড়দিনের আগেই সমুদ্র স্নানে মেতে উঠেছে পর্যটকরা।