Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের দেহাটি লকগেট মেরামতিতে বিলম্ব হওয়ায় চাষ না হওয়ার আশঙ্কা চাষীদের

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের প্রায় শতাধিক মৌজার জল নিকাশি হয় দেহাটি লকগেট দিয়ে। ছটি লগগেটের মধ্যে দুটি লকগেট সম্পূর্ণভাবে অকেজো। বাকি চারটি লকগেট সামান্যতম কাজ করছিল। দী…

 




বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের প্রায় শতাধিক মৌজার জল নিকাশি হয় দেহাটি লকগেট দিয়ে। ছটি লগগেটের মধ্যে দুটি লকগেট সম্পূর্ণভাবে অকেজো। বাকি চারটি লকগেট সামান্যতম কাজ করছিল। দীর্ঘ আন্দোলনের ফলে সেচ দপ্তর ৫৫ লক্ষ টাকা বায়ে লগগেট সংস্কার করার সিদ্ধান্ত নিয়ে ঠিকাদার নিয়োগ করে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডিসেম্বরের শুরুতেই লগগেট সারানোর কাজ শুরু করবে দপ্তর। ডিসেম্বর মাস প্রায় শেষের পথে এখনো সেই গেটের সংস্কারের কাজ না হওয়ায় চাষিরা হতাশ। জানুয়ারির মাঝামাঝি নাগাদ লগগেট দিয়ে জোয়ার জল তোলা হয় চাষের জন্য। কিন্তু ডিসেম্বর মাস শেষ হতে চলল খালের দুদিকে ক্রস বাঁধ দেওয়ার কথা থাকলেও এখনো একদিকের ক্রস বাঁধ দেওয়ার কাজই শেষ করতে পারেনি ঠিকাদার। ফলস্বরূপ আগামী বিকল্প চাষের জন্য প্রয়োজনীয় জোয়ারের জল সঠিক সময়ে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে শনিবার কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেচ দপ্তরের এসডিওকে স্মারকলিপি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত মেরামতির কাজ শেষ করার দাবি জানানো হয়েছে। পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন ১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যে লগগেট সংস্কারের কাজ শেষ করতে হবে অন্যথায় বিকল্প চাষের কাজ ব্যাহত হবে, যা কোনোভাবে বিঘ্ন ঘটানো যাবে না।