নিজস্ব সংবাদদাতা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর...... কাতারে চলছে বিশ্বকাপ ফুটবলের বিশ্বযুদ্ধ । সেই রেশ ধরেই ‘হলদিয়া ক্যুইজ সার্কেল’-এর উদ্যোগে হলদিয়ার ‘পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো একাডেমী’র সভাগৃহে অনুষ্ঠিত হলো সারা বাংলা ‘বিশ্বকাপ ফ…
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর...... কাতারে চলছে বিশ্বকাপ ফুটবলের বিশ্বযুদ্ধ । সেই রেশ ধরেই ‘হলদিয়া ক্যুইজ সার্কেল’-এর উদ্যোগে হলদিয়ার ‘পূর্ব শ্রীকৃষ্ণপুর খো খো একাডেমী’র সভাগৃহে অনুষ্ঠিত হলো সারা বাংলা ‘বিশ্বকাপ ফুটবল ক্যুইজ’ । ক্যুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন সন্দীপন দাস,সৌরিন জানা এবং রাকেশ মুখার্জি । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্যুইজ প্রেমীরা এই অনুষ্ঠানে সামিল হন । বাছাই পর্বের পরে ফাইনালে জায়গা করে নেয় আটটি দল। ফাইনালে চল্লিশটি প্রশ্নের ম্যারাথন লড়াই শেষে চ্যাম্পিয়ন হন পূর্ব মেদিনীপুরের দ্বীপসুন্দর দিন্দা এবং স্বরাজ মহাপাত্র জুটি, রানার্স হন নদীয়ার বুবাই মণ্ডল এবং সৈকত অধিকারী , ফাস্ট রানার্স আপ হন কলকাতার অর্ণবজ্যোতি পাল ও অজয় রায় । পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির সম্পাদক বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক অবনীন্দ্রনাথ দাস বলেন, ‘বিশ্বকাপের সময়েই এই ধরনের বিষয় নিয়ে এমন অভিনব প্রয়াস ক্যুইজ প্রেমী এবং ক্রীড়ামোদী সমস্ত মানুষই দারুনভাবে উপভোগ করেছেন । আগামী দিনে আরও এই ধরনের প্রয়াসে একাডেমী সমস্ত ধরনের সহযোগিতা করবে "।
এই অনুষ্ঠানেই বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকাশিত ক্যুইজ বিষয়ক পুস্তিকা ‘কুইজে সতীশচন্দ্র সামন্ত ও তমলুকের স্বাধীনতা সংগ্রাম’ ।পুস্তিকাটির সংকলন করেছেন অতনু রায় ও সন্দীপন দাস । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি , সাহিত্যিক , পরানচক শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ , শিক্ষক , সমাজসেবী , কবি মতিলাল দাস, কবি, বিশিষ্ট ক্যুইজ মাস্টার সৌগত কান্ডার , সমাজসেবী , শিক্ষক সুরজিত গুচ্ছাইত , বিশিষ্ট সমাজসেবী সুকমল প্রধান, বিশিষ্ট সাংবাদিক,শিক্ষক আরিফ ইকবাল খান, সমাজসেবী,কুইজ মাস্টার বাপন দাস , চিত্রশিল্পী বাচিক শিল্পী প্রিয়জিৎ সামন্ত , ক্রীড়া প্রশিক্ষক , শিক্ষক , সমাজসেবী অবনীন্দ্রনাথ দাস বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ মুস্তাক প্রমুখ ।
‘হলদিয়া কুইজ সার্কেল’ এর সম্পাদক , কুইজ মাস্টার সন্দীপন দাস জানান , ‘সারাবছর ধরে আমরা বিভিন্ন মঞ্চে বিভিন্ন ধরনের ক্যুইজের আসরে হাজির থাকি। তবে খেলাধুলা বিষয়ক আমাদের কর্মকাণ্ড অনেকদিন ধরেই চলছে । ইতিমধ্যেই বিশ্বকাপ ক্রিকেট , অলিম্পিক নিয়ে বারবার ক্যুইজ প্রতিযোগিতার আসর বসেছে হলদিয়ায় । আয়োজন হয়েছে সারা বাংলা স্কুল ভিত্তিক ক্যুইজের আসর । আগামী বছর আমাদের নিবেদন হতে চলেছে সারা বাংলা একদিবসীয় বিশ্বকাপ ক্যুইজের আসর এবং আন্তঃবিদ্যালয় স্পোর্টস ক্যুইজ। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের আরও বেশি করে সাধারণজ্ঞান শিক্ষার্জন এবং ছাত্রছাত্রীদের শারীরশিক্ষার জন্য আরও বেশি করে মাঠমুখি করাই আমাদের প্রধান লক্ষ্য ’ ।