বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকশহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমরা সুষম জলপ্রপাত সংস্থার উদ্যোগে বর্তমান সমাজ ব্যবস্থার বিভিন্ন আলোচনাচক্রে বাংলার সংস্কৃতিকে ধরে রাখার অঙ্গীকার গ্রহণ করা হল। বাংলার বুকে বর্তমান সংস…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমরা সুষম জলপ্রপাত সংস্থার উদ্যোগে বর্তমান সমাজ ব্যবস্থার বিভিন্ন আলোচনাচক্রে বাংলার সংস্কৃতিকে ধরে রাখার অঙ্গীকার গ্রহণ করা হল। বাংলার বুকে বর্তমান সংস্কৃতিতে যে নোংরা খেলা শুরু হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন বক্তা তাদের আলোচনার প্রাধান্য দিয়েছে বিষয়টিকে। বছরের শেষ প্রান্তে এসে নানা অনুষ্ঠানের মধ্যে কঠিন আবর্জনা কে কাজে লাগানোর পরিকল্পনা, মরণোত্তর দেহ দান অঙ্গীকার থেকে শুরু করে বেশ কয়েকটি পরিকল্পনা আগামী দিনের জন্য নেওয়া হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার প্রসূন কান্তি দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী অলিপ্তানন্দ মহারাজ, আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী সুকুমার মাইতি, মায়া সরকার দাস, সুদীপ্ত সাহা রায়, অসিত মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিরা।