বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকচাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রচারণার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তপন দলুই। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করা হয়। সোমবার বিচারের দাবি নিয়ে নিখিল ভারত ছাত্র ফেডার…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রচারণার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তপন দলুই। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করা হয়। সোমবার বিচারের দাবি নিয়ে নিখিল ভারত ছাত্র ফেডারেশন ,নিখিল ভারত যুব ফেডারেশনের কর্মী সমর্থকদের সবর হতে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে পথসভার মধ্য দিয়ে। নেতৃত্বরা প্রশাসনের কাছে দাবি করে এর যথোপযুক্ত তদন্ত বের করে প্রতারিতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তব্য রাখেন নিখিল ভারত যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক গৌরাঙ্গ কুইলা,গন আন্দোলনের নেতৃত্ব মনোতোষ সামন্ত, চৈতন্য কুইলা, কার্তিক ঘোষ প্রমুখ নেতৃত্ব।