Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে পথ দুর্ঘটনা, মৃত ১

তমলুক ময়না রাজ্য সড়কে চক শ্রীকৃষ্ণপুর এর পথ দুর্ঘটনায় মৃত এক। আহত বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তমলুক হাসপাতাল মোড় থেকে ময়না যাওয়ার পথে তমলুকের চক শ্রীকৃষ্ণপুর এর কাছে একটি যাত্রী বোঝ…


তমলুক ময়না রাজ্য সড়কে চক শ্রীকৃষ্ণপুর এর পথ দুর্ঘটনায় মৃত এক। আহত বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তমলুক হাসপাতাল মোড় থেকে ময়না যাওয়ার পথে তমলুকের চক শ্রীকৃষ্ণপুর এর কাছে একটি যাত্রী বোঝাই ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রেকারে ড্রাইভারের। ট্রেকারের ড্রাইভারের নাম মইনুদ্দিন মল্লিক (৩২)। বাড়ি নন্দকুমার থানার ঈরকা ইরকা। তমলুক হাসপাতাল মোড় থেকে নিমতৌড়ি পর্যন্ত রাস্তা বেশ চওড়া করা হয়েছে। ফলে দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করেই রাস্তা দিয়ে। এলাকাবাসীর দাবি রাস্তা সম্প্রসারণের ফলে গাড়ি দ্রুত গতিতে যাতায়াত করে। এর ফলেই আজকে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে তমলুক থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। ট্রেকারের ড্রাইভারের মৃতদেহ ময়না তদন্তের জন্য তুলে নিয়ে গিয়েছে তমলুক থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে যানজট সৃষ্টি হয়।