বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটবিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন গ্রাহকদের নানা সমস্যা নিয়ে পথে নেবে তীব্র আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক …
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন গ্রাহকদের নানা সমস্যা নিয়ে পথে নেবে তীব্র আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার পাঁশকুড়া ও প্রতাপুর কাস্টমার কেয়ার সেন্টার এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন নন্দ মাইতি, নীরেন কর্মকার, জয় মোহন পাল, প্রদীপ দাস ও নারায়ণ চন্দ্র নায়ক। জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল ২০২২ অবিলম্বে বাতিলের দাবিও উঠে। সম্মেলন থেকে একটি শক্তিশালী কমিটি ও গঠন করা হয়।