ডিজিটাল; ৬ ডিসেম্বর: ৫ ডিসেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি জয়ন্তীপুর, ১৫৮ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা, ১৫ টি সোনার বিস্কুট সহ এক মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করেছে৷ আটক করা সোনার ওজন ১৭৪৯.৭২ গ্রাম, যার আনুমানিক মূল…
ডিজিটাল; ৬ ডিসেম্বর: ৫ ডিসেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি জয়ন্তীপুর, ১৫৮ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা, ১৫ টি সোনার বিস্কুট সহ এক মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করেছে৷ আটক করা সোনার ওজন ১৭৪৯.৭২ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯৭,২১,৪৪৪/- টাকা। ধৃত মহিলা পাচারকারীর পরিচয় আকলিমা সরদার, জেলা উত্তর ২৪ পরগনা বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে ওই মহিলা চোরাকারবারী জানায়, এই সোনা তাকে বেনাপোলের বাসিন্দা বাংলাদেশি চোরাকারবারী বাদল দিয়েছিল। সে আরও জানায়, এরপর সে পেট্রাপোলের বাসিন্দা ভারতীয় চোরাকারবারী আসগর শেখের কাছে এই সোনার বিস্কুটগুলো হস্তান্তর করতে যাচ্ছিল। এই কাজের জন্য সে ২০০০ টাকা পেত। কিন্তু জওয়ানরা তাকে তার আগেই ধরে ফেলে।
আটক মহিলা পাচারকারীকে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক বিভাগ পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে।
১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা করছে এবং এ কাজে সাফল্যও পেয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে । আজ ধরা পড়া মহিলা চোরাকারবারির কাছ থেকে চোরাচালান সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করা যায়।