Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের বর্গভীমা মন্দিরে মহা যজ্ঞ

আজ সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো ৫১ পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে। পুজো চলবে সারাদিন।

সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে বুধবার সেজে উঠেছে তমলুকের বর্গভীমা মন্দির। সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক স…


 আজ সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো ৫১ পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে। পুজো চলবে সারাদিন।



সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে বুধবার সেজে উঠেছে তমলুকের বর্গভীমা মন্দির। সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। বহুদূরান্ত থেকেও ভক্তরা এই যজ্ঞে সামিল হন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে। সূর্যের আলো আতস কাঁচে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয়। বেলকাঠ ঘি ধুনো কর্পূর মাখানো থাকে তারপর আতশ কাজের সাহায্যে আগুন জ্বালানো হয়।


এই যজ্ঞে দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ, ব্রহ্মা,বিষ্ণু, মহালক্ষী, মহাসরস্বতী, মহাকালি, রুদ্র, শান্তি, নবগ্রহ, বরুণ, বাচস্পতি সহ বিভিন্ন দেবদেবীর পূজা হয়। বিশ্ব শান্তি নেমে আসুক কল্যাণ হোক সবার। এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর শান্তি কামনা।