নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শীতের মরসুমে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বিজেপি।ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর শহর ২৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকার দুই শতাধিক দুঃস্থ মানুষের হাতে শ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শীতের মরসুমে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বিজেপি।ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর শহর ২৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকার দুই শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি শমিত দাস, মেদিনীপুর জেলা সহ সভাপতি অরূপ দাস মেদিনীপুর শহর পশ্চিম মন্ডল সভাপতি রঞ্জন ঘোষ,দলের নেতা দীনবন্ধু ঘোষ সহ অন্যান্যরা। সমস্ত কর্মসূচিটির পরিকল্পন করার পাশাপাশি পরিচালনা করেন দলের মেদিনীপুর শহর পশ্চিম মন্ডল সম্পাদক সুশান্ত ঘোষ তাঁকে একাজে বিশেষ ভাবে সহযোগিতা সহযোগিতা করেন উত্তম চক্রবর্তী সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ ও কর্মীগণ। দলের ২৫ নং ওয়ার্ড শাখার এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত দলীয় নেতৃবৃন্দ।