Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খড়্গপুর ভিসন একাডেমীর ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর : খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাদাতপুরে অবস্থিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় ভিসন একাডেমীর ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। বিদ্যালয় প্রাঙ্গনে এদিন বিকেলে সমবেত অতিথিদের উপস্থ…


 নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর : খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাদাতপুরে অবস্থিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় ভিসন একাডেমীর ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। বিদ্যালয় প্রাঙ্গনে এদিন বিকেলে সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রিন্সিপাল অভিজিৎ জানার লেখা ও বিদ্যালয়ের মিউজিক শিক্ষক সঙ্গীত শিল্পী আশিস সরকারের সুরারোপিত বিদ্যালয়ের "থিম সঙ" পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল অভিজিৎ জানা।

তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের বার্ষিক কার্যবিবরণী ও ছাত্র-ছাত্রীদের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বিদ্যালয়ের সম্পাদক সেক মহম্মদ আজিজ সংক্ষেপে বিদ্যালয় গড়ে তোলার ইতিহাস তুলে ধরেন এবং সহযোগী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর আই আই টির ডেপুটি ডিরেক্টর ড.অমিত পাত্র,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ্ অধ্যাপক র কান্তি দে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক ও বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে,গ্রিফিন্স স্কুলের ডিরেক্টর অভিষেক যাদব, খড়্গপুর লোকাল থানার আই সি আসিফ সানি, খড়্গপুর-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মালা দোলাই, খড়্গপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত সকলে ভিসন একাডেমীর ভূয়সী প্রশংসা করেন।

ছাত্র-ছাত্রীরা নৃত্য, সঙ্গীত , আবৃত্তির মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থাপিত করে। ভারতের বিভিন্ন রাজ্য প্রচলিত নৃত্যধারা গুলো ছাত্র-ছাত্রীরা উপস্থিত সকলের সামনে সুচারু উপস্থাপিত করে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের তৈরি বিভিন্ন মডেল প্রদর্শনী এদিন বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার কো-অর্ডিনেটর শবনম পারভীন।

অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ধন্যবাদ জানান অধ্যক্ষ অভিজিৎ জানা,সম্পাদক সেক মহম্মদ আজিজ ও কো-অর্ডিনেটর শবনম পারভীন।