Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুরু হলো পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর : শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে প্রয়াত আজহার উদ্দিন খান ও তুষার পঞ্চানন স্মৃতি মঞ্চে শুরু হলো  গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার দু্-দিনের দশম  সম্মেলন। এদিন …


নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর : শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে প্রয়াত আজহার উদ্দিন খান ও তুষার পঞ্চানন স্মৃতি মঞ্চে শুরু হলো  গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার দু্-দিনের দশম  সম্মেলন। এদিন সম্মেলন শুরু আগে এদিন বিকেলে  লোকনৃত্য ও লোকবাদ্য সহযোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করে‌। পদযাত্রায় পা মেলান বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক মধুপ দে, বিশিষ্ট অধ্যাপক প্রভাত মিশ্র, সাহিত্যিক বিজয় পাল, সাহিত্যিক বিমল গুড়িয়া, সাহিত্যিক আবুল মাজান ,সাহিত্যিক প্রদীপ দেব বর্মন, অধ্যাপক লক্ষণ কর্মকার, সাহিত্যিক মহাদেব চক্রবর্তী,নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী,সংগঠক তারাশঙ্কর বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার কার্যকরী সভাপতি কবি নিলয় মিত্র। শহিদ বেদীতে মাল্যদান করেন সংগঠনের নেতৃত্ব, শুভানুধ্যায়ী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ।এদিন সম্মেলন শুরুর আগে প্রয়াত সঙ্গীত শিল্পী হায়দার আলী ও বাচিক শিল্পী মিতালী ত্রিপাঠীর নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের ক্রান্তিক শাখার সদস্য-সদস্যারা।

সাংস্কৃতিক মঞ্চে *ভাস্বতী পঞ্চানন ঘোষ স্মারক বক্তৃতা* প্রদান করেন *বিশিষ্ট

অর্থনীতিবিদ অধ্যাপক রতন খাসনবীশ*। এবারে ভাস্বতী পঞ্চানন ঘোষ স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট কবি ও সম্পাদক *সূর্য নন্দীকে‌*।সম্মেলন কক্ষে  *সম্মেলনের উদ্বোধন করেন* সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম বর্ষীয়ান সদস্য *বিজয় পাল*।সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন *জেলা সম্পাদক আবুল মাজান*। জেলার বিভিন্ন প্রান্তের নির্বাচিত প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন।সম্মেলন পরিচালনা করেছেন নিলঢ় মিত্র,প্রভাত মিশ্র,লক্ষণ কর্মকার ও বিমলা গুড়িয়াকে নিয়ে গঠিত চার-সদস্যের সভাপতি মন্ডলী।