Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে সব আসনেই তৃণমূলের জয়, কটাক্ষ শুভেন্দুর

নন্দীগ্রামঃ  শুক্রবার নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে সকাল থেকে শাসকদল তৃণমূল  ও  বিরোধীদল বিজেপি মধ্যে উত্তেজনা, মারপিটের ঘটনায় উভয় দলের বেশ কয়েকজন আহত হয়। সমবায়ের মোট আসন ১২ টি। ১২ টিতেই তৃণমূল  জ…



নন্দীগ্রামঃ  শুক্রবার নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে সকাল থেকে শাসকদল তৃণমূল  ও  বিরোধীদল বিজেপি মধ্যে উত্তেজনা, মারপিটের ঘটনায় উভয় দলের বেশ কয়েকজন আহত হয়। সমবায়ের মোট আসন ১২ টি। ১২ টিতেই তৃণমূল  জয়লাভ করে। জয়ের পর তৃণমূল সমর্থকদের উল্লাস দেখাযায় নন্দীগ্রাম জুড়ে। এদিন নন্দীগ্রামের সমবায় নির্বাচনের অশান্তি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের নেতারা সর্বভুক ওরা সব খায় কয়লা খায়,বালি খায়, গরু খায়, মদের বোতল থেকে টাকা খায় ক্লাস ফাইভ পাশের অংকের টিচার করার জন্য টাকা খায় ১০০ দিনের কাজ থেকে টাকা খায় তাই এই সমবায়টাকেও  খেতে হবে আর খেতে গেলে যা হয়। জনৈক আব্দুল সামাইকার নেতৃত্বে আমদাবাদের কুখ্যাত গুন্ডা কাজাহার রোশন দের নিয়েছে যা যা করার তাই করেছে কোথাও কোথাও প্রতিরোধ হয়েছে।এখানে প্রতিরোধ করতে পারছে না সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। আর  পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছি। সব খবর রেখেছি গেল গেল রব তোলার কোনো কারণ নেই সব খবর রাখছি। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এই জয় মা মাটি মাবুষের জয়। বাংলায় যেভাবে উন্নয়ন হয়ে চলেছে তার জন্য সাধারন মানুষ তৃণমূলের সরকারকে সমর্থন করছে।