********** সৃষ্টি সাহিত্য যাপন ********** শিরোনাম:--- পূর্ণতাকলমে:----- পামেলা রায়তারিখ:----- ১২/১২/২২
হাতে হাত রাখিয়া, চলো সংগোপিত হই প্রকৃতির বক্ষে.....স্ত্রোতবতী নদী তীরে , বিস্তীর্ণ সমুদ্র তটে।
গ…
********** সৃষ্টি সাহিত্য যাপন **********
শিরোনাম:--- পূর্ণতা
কলমে:----- পামেলা রায়
তারিখ:----- ১২/১২/২২
হাতে হাত রাখিয়া, চলো সংগোপিত হই প্রকৃতির বক্ষে.....
স্ত্রোতবতী নদী তীরে , বিস্তীর্ণ সমুদ্র তটে।
গভীর বনানী মাঝে,
চির তরে হারাইয়া যাই শুভ্র মেঘের ভেলায় চড়িয়া,
বাসনা যত উজাড় করিয়া বাসিব ভালো হৃদয়ে মন্থনিয়া।
অধর আমার ব্যাকুল আজি, ওলির মতো শোনাইব কথাকলি,
প্রশস্ত বক্ষে রাখিয়া মাথা জুড়াইবো প্রাণের জ্বালা,
স্পর্শে তোমারি আকুল মনে বইবে হিমেল হাওয়া।
ওষ্ঠ তোমার আঁকিবে ললাটে ভালোবাসারই বিজয়ী চুম্বন।
শ্যামল প্রকৃতি সাক্ষী রাখিলাম সহ মরণের অঙ্গীকার,
মিলিত হইবো অরণ্যভূমিতে তীব্র কামনা অন্তরে,
স্পন্দিত হৃদয় দিয়াছে সাড়া বিলম্ব নয় মিলনবেলা।
আঁচল বিছায়ে রচিয়াছি কুসুম সজ্জা....
স্পর্ধিত অধরের মৃদু স্পর্শে করিব খেলা।
গোধূলি লগ্নে প্রসূনে সাজাইবে কুন্তল নিজহস্তে....
সৌরভে প্রানিত হইবে তোমার বাসনার সাগর,
চিহ্ন আকিবে সর্বাঙ্গে উন্মত্ত হইয়া।
নামিবে জ্যোৎস্না অটবী তলে ,আলো-আঁধারি খেলা,
উন্মুখ দুইখানি প্রাণ হারাইবে সকল চেতনা।
আজি পূর্ণ সকল অভিলাষ তোমারই সোহাগে....
ইচ্ছে ডানায় ভর করিয়া চলো হারাইয়া যাই ধরার বুক হইতে।