বাবলু বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়াঘাটাল মাস্টার প্ল্যান্ট এর বাস্তব রূপায়ণ কবে ঘটবে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না বলেই খবর। ঘাটালের সাংসদ দীপক অধিকারীর এক প্রশ্নের উত্তরে লোকসভায় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্ব…
বাবলু বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়া
ঘাটাল মাস্টার প্ল্যান্ট এর বাস্তব রূপায়ণ কবে ঘটবে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না বলেই খবর। ঘাটালের সাংসদ দীপক অধিকারীর এক প্রশ্নের উত্তরে লোকসভায় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু যে উত্তর দিয়েছেন সেই উত্তর থেকেই এই ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ঘাটার মাস্টার প্ল্যান্টে কোন অর্থ বরাদ্দ করেনি। কেন্দ্রীয় জল সম্পদ দপ্তরের এডভাইসারি কমিটি গত ৬ জুন ২০১৮ , ১৩৬ তম মিটিংয়ে এই স্কীমটির অনুমোদন করেছে ।প্রথম দফার কাজ ধরা হয়েছে ১২৩৮ কোটি ৯৫ লক্ষ টাকা ২০১৭ সালের মূল্য অনুসারে। পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটি চলতি বছরের ১০ই জুন ১৭ তম মিটিংয়ে এই প্ল্যানের জন্য ছাড়পত্র দিয়েছে। এ প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের বন্যা নিয়ন্ত্রণে প্রায় ১৭ লক্ষ অধিবাসীকে ফি বছর বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র ও রাজ্য সরকার নানা অজুহাতে টালবাহন করে এখনো পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ করছে না। ফলস্বরূপ দুই জেলার লক্ষ লক্ষ মানুষ প্রতিবছর বর্ষার সময় সর্বশ্রান্ত হচ্ছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই মাস্টার প্ল্যান্ট রূপায়ণের জন্য অর্থ মঞ্জুর করে আগামী বর্ষার পূর্বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কাজ শুরু হয় সে ব্যাপারে আবেদন করে। এ বিষয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার যদি কোন পদক্ষেপ না গ্রহণ করে তাহলে পুনরায় তাদের আন্দোলন ছাড়া কোন পথ নেই বলে জানিয়েছে।