Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন স্বপ্ন-আলিঙ্গনদেবাশিস সেনগুপ্ত ০৬-১২-২০২২ 
এক ফালি রোদ তোমার চোখে মুখেচলকে এসে লাগল আমার বুকে সেই আগুনে হৃদয় পুড়ে ছাই মনের মাঝে আগুন নেভে না তো। 
অঙ্গে তোমার কদম ফুলের ছোঁয়া উড়ে এসে কদম-পরাগ কোয়া দৃষ্টি নিল…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

স্বপ্ন-আলিঙ্গন

দেবাশিস সেনগুপ্ত 

০৬-১২-২০২২ 


এক ফালি রোদ তোমার চোখে মুখে

চলকে এসে লাগল আমার বুকে 

সেই আগুনে হৃদয় পুড়ে ছাই 

মনের মাঝে আগুন নেভে না তো। 


অঙ্গে তোমার কদম ফুলের ছোঁয়া 

উড়ে এসে কদম-পরাগ কোয়া 

দৃষ্টি নিল অন্ধকারে ঠাঁই 

তারার মাঝে তোমার ছবি যতো। 


মিষ্টি মুখের চন্দ্র মেদুর হাসি

বাজায় বেনু প্রাণ যমুনায় আসি

রিক্ত রিঝ সিক্ত করে তাই

জলের মাঝে কাঁকড় ভরা কতো। 


তোমার চলন বীণে সাপের দোলা

শরীর যেন তরণী পাল তোলা

ঢেউয়ের মাঝে কূল খুঁজে না পাই

সাঁতার আমি ভুলছি সময় মতো। 


ঘুম ভাঙলো হঠাৎই কার ডাকে

সূর্য তখন পুব আকাশের বাঁকে 

আলিঙ্গনে বলছি তোমায় চাই

দাঁড়িয়ে বধু লাজে মুখটা নতো।