বিশ্ব এইডস দিবস পালিত হল পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয় থেকে সুসজ্জিত একটি ট্যাবলো এবং র্যালির মাধ্যমে তমলুক শহর পরিক্রমা করে তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে শেষ হয়।…
বিশ্ব এইডস দিবস পালিত হল পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয় থেকে সুসজ্জিত একটি ট্যাবলো এবং র্যালির মাধ্যমে তমলুক শহর পরিক্রমা করে তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে শেষ হয়। বিশ্ব এস দিবসের রেলির সূচনা করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, জেলা আইনি সচেতনতা সমিতির সম্পাদক বিচারক সমরেশ বেরা সহ নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা।
পূর্ব মেদিনীপুর জেলায় এইডস রোগীর সংখ্যা আগের থেকে অনেকটাই নিম্নমুখী এমনটাই জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে ৮ দলীয় আমন্ত্রণ মূলক ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।