Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু আগামী ৩০ জানুয়ারি থেকে; ফোকাল থিম কান্ট্রি স্পেন

৩০ নভেম্বর:   বই প্রেমীদের জন্য আনন্দের মুহূর্ত।  ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে। আগামী  ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বইমেলা। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন। বইমেলা চলবে ১২ ফেব্রুয়ারি…


৩০ নভেম্বর:   বই প্রেমীদের জন্য আনন্দের মুহূর্ত।  ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে। আগামী  ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বইমেলা। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন। বইমেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত । মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী। বুধবার ৩০ নভেম্বর  এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা ঘোষণা করেন পাবলিশার্স এবং বুক সেলারস গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে। 


ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, " পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী  মমতা ব্যানার্জীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। বিগত ৪৫ বছর ধরে কলকাতা বইমেলা আয়োজন করার পর, এবারেই প্রথম বইমেলা পেয়েছে তার নিজস্ব ঠিকানা, ‘বইমেলা প্রাঙ্গণ'। মাননীয়া মুখ্যমন্ত্রী যে ঘোষণা গত বইমেলার উদ্বোধন মঞ্চে করেছিলেন। এছাড়াও আমরা পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তর এবং বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের সহযোগিতার কথা উল্লেখ করতে চাই। একইসঙ্গে আমরা ধন্যবাদ জানাই প্রথিতযশা চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে, যিনি 'বইমেলা প্রাঙ্গণ' লোগোটি অঙ্কন করেছেন " । 


উল্লেখ্য,  গত ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এসেছিলেন ২২ লক্ষ বইপ্রেমী মানুষ। বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা, অতীতের সমস্ত বইমেলার থেকে বেশি। জানা গেছে ,  আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক বেশি সংখ্যক প্রকাশক আবেদন করেছেন। তারা জানান, গত মেলায় আমরা অনেক নতুন প্রকশককে স্থান দিতে পেরেছিলাম। কীভাবে আরও বেশি সংখ্যক প্রকাশককে এবারের মেলায় স্থান দেওয়া যেতে পারে, তা নিয়ে আমাদের পরিকল্পনা চলছে। 


৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন। এর আগে ২০০৬ সালে বইমেলার থিম কান্ট্রি হিসেবে স্পেন অংশগ্রহণ করেছিল। সে বছর বইমেলার থিম প্যাভিলিয়নে ভারতের স্প্যানিশ দূতাবাস ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। যার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষাশিক্ষা বিভাগে স্পেনের সরকারের পক্ষ থেকে প্রতিবছর একজন অধ্যাপককে পাঠানো শুরু হয়। এছাড়াও স্পেন থিম কান্ট্রি হবার পর সে বছর থেকে কলকাতায় বিদেশি ভাষা হিসেবে স্প্যানিশের ওপর ডিপ্লোমার আন্তর্জাতিক পরীক্ষা DELE শুরু হয়, যার পরিচালনা করেন স্পেন সরকারের ইন্সটিটিউট অফ সার্ভান্তেস। 


সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ভারতে স্পেনের মাননীয় রাষ্ট্রদূত খোসে মারিয়া রিদাও দোমিনগেজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বইমেলায় স্পেনের ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে শ্রীদোমিনগেজ বিস্তারিত জানাবেন। আমাদের বিশ্বাস, স্পেনের এই অংশগ্রহণের ফলে দুদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে। 


স্পেন ছাড়াও প্রতিবছরের মতো আগামী বইমেলাতে অংশগ্রহণ করবেন অন্যান্য দেশ এবং ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশনা সংস্থা। থাকবে অনেক লিটল ম্যাগাজিনও। 


আন্তর্জাতিক কলকাতা বইমেলার আরেকটি বিশেষ আকর্ষণ, নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, অনুষ্ঠিত হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি । 


গত বছরের মতো এবারেও আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩এর প্রত্যেক মুহূর্তের ভার্চুয়াল উপস্থিতি থাকবে গিল্ডের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়। বইমেলার ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।