Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য পরিবারসৃষ্টি সাহিত্য যাপন
উদাসী গঙ্গা✍️ স্বপ্না মুখার্জী৩০/১১/২০২২
সাঁঝের আকাশ রঙ ছড়িয়েঅস্তে দিনমণি রেশ টুকু তার সন্ধ্যা রাগেশোনায় বিদায় বাণী ।
একে একে গঙ্গা পাড়েজ্বললো প্রদীপ সারিকিসের কারণ গহন সে মনব্যাথায় হোল…

 


সৃষ্টি সাহিত্য পরিবার

সৃষ্টি সাহিত্য যাপন


উদাসী গঙ্গা

✍️ স্বপ্না মুখার্জী

৩০/১১/২০২২


সাঁঝের আকাশ রঙ ছড়িয়ে

অস্তে দিনমণি 

রেশ টুকু তার সন্ধ্যা রাগে

শোনায় বিদায় বাণী ।


একে একে গঙ্গা পাড়ে

জ্বললো প্রদীপ সারি

কিসের কারণ গহন সে মন

ব্যাথায় হোলো ভারী ।


জীবন থেকে আর একটা দিন

ঝরলো অগোচরে

হিসেব যে তার কেউ রাখে না

অন্ধ মোহের ঘোরে ।


বিয়োগ ব্যাথার আকুল আবেগ

বুকে তুফান যদি

উদাসীএই গঙ্গা তবু

বইবে নিরবধ